যৌথ বাহিনীর অভিযান

মোহাম্মদপুরে ‘কবজি কাটা’ আনোয়ার গ্রুপের ৫ সন্ত্রাসী গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:০৭ এএম, ১৫ ডিসেম্বর ২০২৪
ছবিতে বাঁ দিক থেকে কুমির রুবেল ও কোরবান

রাজধানীর মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে ‘কবজি কাটা’ আনোয়ার গ্রুপের শীর্ষ সন্ত্রাসী কুমির রুবেল ও কোরবানসহ পাঁচ সহযোগীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী ও র‍্যাব। অভিযানটি পরিচালনা করে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড।

শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় সেনাবাহিনী ও র‍্যাবের যৌথ অভিযানে মোহাম্মদপুরের শেখেরটেক এলাকা থেকে কবজি কাটা আনোয়ার গ্রুপের অন্যতম সদস্য কুমির রুবেল ও কোরবানকে ধারালো চাপাতি ও সামুরাইসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় তাদের সহযোগীদেরও আটক করে যৌথ বাহিনী।

আরও পড়ুন

শনিবার (১৫ ডিসেম্বর) রাতে র‍্যাব-২ এর সহকারী পরিচালক শিহাব করিম এসব তথ্য জানান।

jagonews24

তিনি বলেন, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে, বিভিন্ন সময় মোহাম্মদপুর এলাকায় সাধারণ মানুষজনকে কোপানো এবং ভয়ভীতি দেখিয়ে ছিনতাই কার্যক্রম পরিচালনা করে আসছিলো। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

টিটি/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।