চট্টগ্রামে যুবলীগ ক্যাডার ফারুক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১২:৫৫ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রামের সাতকানিয়া এলাকার সন্ত্রাসী ও যুবলীগ ক্যাডার মো. ফারুক ওরফে ডাকাত ফারুককে (২৭) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সাতকানিয়া থানার কেঁওচিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কেঁওচিয়া সামিয়ার পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ফারুক ওই গ্রামের মো. সোলায়মানের ছেলে।

পুলিশ জানায়, ২০১৮ সালে নির্বাচনী প্রচারণাকালে এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদের ছেলে অধ্যাপক ওমর ফারুক সানিসহ এলডিপির নেতাকর্মীদের ওপর হামলা এবং চলতি বছরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার ওপর হামলায় নেতৃত্ব দেয় ফারুক। ৫ আগস্টের পর থেকে ফারুক পলাতক ছিলেন। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিকে সাতকানিয়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

সাতকানিয়া থানার ওসি মো. মোস্তফা কামাল খান জানান, গ্রেফতার ফারুকের বিরুদ্ধে ২০১৮ সালে এলডিপি নেতাকর্মীদের ওপর হামলা এবং বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে হামলার মামলা রয়েছে। তাছাড়া ডাকাতি এবং ছিনতাইসহ বিভিন্ন ঘটনায় বেশ কয়েকটি মামলা রয়েছে ফারুকের বিরুদ্ধে।

এমডিআইএইচ/এসআইটি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।