পিলখানা হত্যা মামলার ফের তদন্ত চায় ভুক্তভোগীদের পরিবার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৯ পিএম, ১৩ ডিসেম্বর ২০২৪
কারা নির্যাতিত বিডিআর পরিবারের পক্ষে সংবাদ সম্মেলন

পিলখানা হত্যাকাণ্ড মামলার পুনঃতদন্ত এবং জেলখানায় বন্দি নিরপরাধ বিডিআর সদস্যদের দ্রুত মুক্তির দাবি জানিয়েছে ভুক্তভোগীদের পরিবার।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবে কারা নির্যাতিত বিডিআর পরিবারের পক্ষে সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

বিজ্ঞাপন

ভুক্তভোগী পরিবারের সদস্যরা দাবি করেন, পিলখানায় কোনো বিদ্রোহ হয়নি বরং পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। বিডিআর জওয়ানদের চাকরি থাকাকালীন প্রচলিত আইনে গ্রেফতার করা বা মামলা দেওয়ার কোন বিধান নাই কারণ বিডিআরের নিজস্ব আইন আছে। এছাড়া বিডিআর আধা সামরিক বাহিনী তাই হত্যা মামলায় যেসব রায় প্রদান করা হয়েছে তার আইনি বৈধতা নিয়ে প্রশ্ন থেকে যায়।

আরও পড়ুন>>>

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

 এসময় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ৮ দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো_

১.স্বৈরশাসক শেখ হাসিনার প্রহসনমূলক সব মামলা ও রায় বাতিল করতে হবে

২. ১৬ বছর যাবৎ কারাগারে থাকা নির্দোষ সব বিডিআর সদস্যদের কারামুক্তি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩. হাইকোর্টের রিট অনুযায়ী দ্রুত পুনঃতদন্ত শুরু করা

৪.নিরীহ বিডিআরদের রিমান্ডে নির্যাতনের ফলে মৃত্যুর সঠিক কারণ উদঘাটন করে দোষীদের শাস্তি প্রদান করা

৫.সব বিডিআর সদস্যদের (আনুমানিক ১৮৫২০ জন) চাকরিতে পুনর্বহাল করা।

বিজ্ঞাপন

৬.সব সেনা শহীদ, বিডিআর শহীদ ও ক্ষতিগ্রস্ত সব বিডিআর পরিবারকে ক্ষতিপূরণ (বেতন,ভাতা ও পেনশন) ও পুনর্বাসন করা

৭.ঐতিহ্যবাহী বাংলাদেশ রাইফেলস নাম পুনঃস্থাপন করা

৮.২৫ ও ২৬ ফেব্রুয়ারি শহীদ সেনা দিবস ঘোষণা করা

বিজ্ঞাপন

এনএস/এসআইটি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।