ঢাকায় ৬ দিনব্যাপী নগর কৃষি মেলা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৮:৫৪ এএম, ১৩ ডিসেম্বর ২০২৪

নগর কৃষি ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীতে শুরু হতে যাচ্ছে ৩য় নগর কৃষি মেলা। এবারের প্রতিপাদ্য নিরাপদ খাদ্য ও পরিবেশের টেকসই উন্নয়ন, প্রয়োজন নগর কৃষির সুরক্ষিত সম্প্রসারণ।

আগামী শনিবার (১৪ ডিসেম্বর) থেকে ঢাকার আগারগাঁওয়ের রাজধানী উচ্চ বিদ্যালয়ে এই কৃষি মেলা শুরু হবে। মেলা চলবে ১৪ ডিসেম্বর থেকে ১৯ডিসেম্বর পর্যন্ত।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে নগরবাসীকে উদ্বুদ্ধকরণ ও উপকরণ বিতরণকে কেন্দ্র করে প্রতি বছর এই কৃষি মেলার আয়োজন করে নগর কৃষি ফাউন্ডেশন।

ঢাকায় ৬ দিনব্যাপী নগর কৃষি মেলা

এবারের মেলায় প্রায় ৮০টি স্টল থাকবে। যেখানে ৩০টি নার্সারি, ২০টি ব্যক্তি নগর কৃষি উদ্যোক্তা, ৩টি এনজিও, ১০টি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, ১০টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ৫টি ফুড কর্নারসহ সামাজিক গ্রুপ এবং নগর কৃষি কর্নার থাকবে। এছাড়া ৬ দিনব্যাপী আয়োজনে নগর কৃষি সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে থাকবে ১০টি সেমিনার ও ওয়ার্কশপ।

এছাড়াও এই আয়োজনে স্কুলের ছাত্রছাত্রীদের জন্য পরিবেশ, কৃষি ও প্রাণ-প্রকৃতি নিয়ে কুইজ প্রতিযোগিতা, গাছ পরিচিতি, চিত্রাঙ্কন, প্রশিক্ষণ ইত্যাদি নানা আয়োজন থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইফুল আলম, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান রুহুল আমিন খান।

সাইদ আহম্মদ/এসআইটি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।