সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদারের আহবান রাষ্ট্রপতির


প্রকাশিত: ০৯:৫২ এএম, ২৫ ডিসেম্বর ২০১৪

বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে দেশের এই ঐক্যের ঐতিহ্য আরও জোরদারে সক্রিয় ভূমিকা পালনের জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। বৃহস্পতিবার বঙ্গভবনে খ্রিষ্টান সম্প্রদায়ের অধিবাসীদের সঙ্গে বড়দিনের শুভেচ্ছা বিনিময় কালে তিনি এ আহবান জানান।

তিনি বলেন, এদেশে সুপ্রাচীনকাল থেকেই মানুষ ভালবাসা ও ঐক্যের বন্ধনে আবদ্ধ। ঐক্যের এই ঐতিহ্যকে আরও সুদৃঢ় করার জন্য আমাদের সবাইকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

এছাড়া একটি সুখী, সমৃদ্ধ ও ধর্ম নিরপেক্ষা বাংলাদেশ বিনির্মাণে এক সঙ্গে কাজ করার জন্য সকলের প্রতি আহবান জানান আবদুল হামিদ।

তিনি বলেন, শিক্ষা ও মানবসেবাসহ সমাজ উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশের খ্রিষ্টান সম্প্রদায়ের ভূমিকা প্রশংসাযোগ্য।

অনুষ্ঠানে বাংলাদেশের আর্চবিশপ প্যাট্রিক ডি রোজারিও, বিভিন্ন বিদেশী মিশনের রাষ্ট্রদূত ও প্রতিনিধি, খ্রিষ্টান সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতা ও পেশাজীবীরা অংশগ্রহণ করেন।
এই অভ্যর্থনা অনুষ্ঠানে গায়কদের একটি দল ক্রিষ্টমাস ক্যারল পরিবেশন করে।

পরে, রাষ্ট্রপতি আবদুল হামিদ খ্রিষ্টান সম্প্রদায়ের অধিবাসীদের সঙ্গে বড়দিনের কেক কাটেন।
ধর্ম বিষয়কমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।