বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস
আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়াও উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
মৌসুমি স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
লঘুচাপের বিষয়ে আবহাওয়াবিদ ওমর ফারুক জাগো নিউজকে বলেন, এই লঘুচাপের প্রভাবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা দেখছি না। তবে এর প্রভাবে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
এর আগে চলতি ডিসেম্বর মাসের ১ তারিখে পূর্বাভাস দিয়ে আবহাওয়া অফিস জানিয়েছে, ডিসেম্বর মাসে দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ১-২ টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে ১ টি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
আরএএস/এমআইএইচএস/এমএস