চট্টগ্রামে পুলিশের ওপর হামলা মামলায় ১২ আসামি রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৬:৫৩ পিএম, ০৪ ডিসেম্বর ২০২৪

চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর জামিন আবেদন বাতিলকে কেন্দ্র করে চট্টগ্রামে পুলিশের ওপর হামলার দুই মামলায় গ্রেফতার ১২ আসামিকে ছয়দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।

বুধবার (৪ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার এ আদেশ দেন। এর আগে পুলিশের পক্ষ থেকে আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়।

রিমান্ড পাওয়া আসামিরা হলেন- জয়নাথ, রুমিত দাস, নয়ন দাস, গগন দাস, সুমিত দাস, আমান দাস, বিশাল দাস, সনু মেথর, সুমন দাস, রাজেশ দাস, দুর্লভ দাস ও অজয় সূত্রধর চৌধুরী।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজুর রহমান জাগো নিউজকে বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় কোতোয়ালি থানার দুই মামলায় ১২ আসামিকে জিজ্ঞাসাবাদ করতে পুলিশ সাত দিনের রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে আদালত প্রত্যেককে ছয় দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, বুধবার সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রাম কারাগার থেকে ১২ আসামিকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাদের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে ২৬ নভেম্বর আদালত প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় সাইফুলের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন।

এছাড়া পুলিশের ওপর হামলা, কাজে বাধাদান এবং আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা, ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও চারটি মামলা হয়। পাঁচ মামলায় ৩৯ জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে হত্যায় জড়িত অভিযোগে ৯ জন গ্রেফতার করা হয়।

এমডিআইএইচ/বিএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।