বিমানবাহিনীর ৬ কর্মকর্তাকে অবসর

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০৮ পিএম, ০৪ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশ বিমানবাহিনীর ছয়জন কর্মকর্তাকে অবসর দেওয়া হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ অবসরের প্রজ্ঞাপনের তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপ-সচিব মো. মুঞ্জুরুল কবির।

অবসর দেওয়া বিমানবাহিনীর কর্মকর্তারা হলেন- এয়ার ভাইস মার্শাল এম এ আওয়াল হোসেন, এয়ার ভাইস মার্শাল মো. জাহিদুল সাইদ, এয়ার কমডোর মো. আমিনুল হক, গ্রুপ ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুক, গ্রুপ ক্যাপ্টেন শামীম উদ্দীন এবং উইং কমান্ডার সাইয়ীদ মোহাম্মদ ওবায়েদুল্লাহ।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ বিমানবাহিনীর এসব কর্মকর্তাকে বিমানবাহিনীর অ্যাক্ট রুলস্ ১৯৫৭ এর রুল ২৪(১) অনুযায়ী অবসর দেওয়া হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এসব কর্মকর্তা বিধি অনুযায়ী অবসর ও এলপিআর কালীন সুবিধাদি পাবেন।

টিটি/এমআইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।