সুনামগঞ্জে ৫৬টি, কুড়িগ্রামে ৫৫টি বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ হবে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২৪ পিএম, ০৪ ডিসেম্বর ২০২৪
প্রাথমিক বিদ্যালয় কাম বন্যা আশ্রয়কেন্দ্র/ ফাইল ছবি

সুনামগঞ্জে ৫৬টি ও কুড়িগ্রামে ৫৫টি প্রাথমিক বিদ্যালয় কাম বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণে ঠিকাদার ও পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের ৪টি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এতে মোট ব্যয় হবে এক হাজার ৩০ কোটি ১৬ লাখ ৫২ হাজার ৬৮৯ টাকা।

বুধবার (৪ ডিসেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বৈঠক সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সুনামগঞ্জ জেলায় ৫৬টি প্রাথমিক বিদ্যালয় কাম বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণের পূর্ত কাজের ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। ‘রেসিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার ফর অ্যাডাপটেশন অ্যান্ড ভালনারেবিলিটি রিডাকশন’ প্রকল্পের আওতায় সুনামগঞ্জ জেলায় ৫৬টি প্রাথমিক বিদ্যালয় কাম বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণের পূর্ত কাজ ক্রয়ের জন্য দরপত্র আহ্বান করা হলে ২টি দরপত্র জমা পড়ে।

দুই প্রস্তাবই কারিগরিভাবে রেসপনসিভ হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসি কর্তৃক সুপারিশ করা রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড প্রকল্পটি বাস্তবায়ন করবে। এতে ব্যয় হবে ৪২৮ কোটি ১৬ লাখ ১৯ হাজার ১৯৭ টাকা।

সভায় ‘রেসিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার ফর অ্যাডাপটেশন অ্যান্ড ভালনারেবিলিটি রিডাকশন’ প্রকল্পের আওতায় পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি।

প্রকল্পের আওতায় পরামর্শক সেবা ক্রয়ের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত ৭টি প্রতিষ্ঠানের কাছে আগ্রহপত্র ইস্যু করা হলে ৬টি প্রতিষ্ঠান কারিগরি ও আর্থিক প্রস্তাব দাখিল করে। তার মধ্যে ৫টি প্রস্তাব কারিগরি ও আর্থিকভাবে যোগ্য বিবেচিত হয়।

প্রস্তাবের সব প্রক্রিয়া শেষে পিইসি কর্তৃক নেগোসিয়েশনের মাধ্যমে সুপারিশ করা সর্বোচ্চ স্কোর অর্জনকারী দরদাতা প্রতিষ্ঠান এসএমইসি ইন্টান্যাশনাল প্রাইভেট লিমিটেড অস্ট্রেলিয়া, এসিই কনসালটেন্টস লিমিটেড বাংলাদেশ এবং ডেভেলপমেন্ট ডিজাইন কনসালটেন্টস লিমিটেড বাংলাদেশকে নিয়োগের প্রস্তাব করা হয়। কমিটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে। এতে ব্যয় হবে ১৬২ কোটি ২০ লাখ ৮৫ হাজার ৬৩ টাকা।

স্থানীয় সরকার বিভাগের আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সভায় কুড়িগ্রাম জেলায় ৫৫টি প্রাথমিক বিদ্যালয় কাম বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণের পূর্ত কাজের ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি। ‘রেসিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার ফর অ্যাডাপটেশন অ্যান্ড ভালনারেবিলিটি রিডাকশন’ প্রকল্পের আওতায় কুড়িগ্রাম জেলায় ৫৫টি প্রাথমিক বিদ্যালয় কাম বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণের পূর্ত কাজ ক্রয়ের জন্য দরপত্র আহ্বান করা হলে ৫টি দরপত্র জমা পড়ে। তার মধ্যে ৩টি প্রস্তাব কারিগরিভাবে রেসপনসিভ হয়।

দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসি কর্তৃক সুপারিশ করা রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান এম জামাল অ্যান্ড কোম্পানি লিমিটেড এবং স্ট্যান্ডার্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডকে নিয়োগের প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। প্রকল্পে ব্যয় হবে ৩৮১ কোটি ৯৬ লাখ ৮৫ হাজার ৬১৬ টাকা।

সভায়, ‘কোস্টাল টাউনস ক্লাইমেট রেসিলিয়েন্স’ প্রকল্পের আওতায় পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের ক্রয় প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড সুপারভিশন কনসালটেন্টস সেবা ক্রয়ের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত ৬টি প্রতিষ্ঠানের কাছে আগ্রহপত্র ইস্যু করা হলে ৫টি প্রতিষ্ঠান কারিগরি ও আর্থিক প্রস্তাব দাখিল করে। তার মধ্যে ৪টি প্রস্তাব কারিগরি ও আর্থিকভাবে যোগ্য বিবেচিত হয়।

প্রস্তবের সব প্রক্রিয়া শেষে পিইসি কর্তৃক নেগোসিয়েশনের মাধ্যমে সুপারিশ করা সর্বোচ্চ স্কোর অর্জনকারী দরদাতা প্রতিষ্ঠান দোহওয়া ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড দক্ষিণ কোরিয়া, ডেভেলপমেন্ট ডিজাইন কনসালটেন্টস লিমিটেড বাংলাদেশ এবং রিসোর্স প্লানিং অ্যন্ড ম্যানেজমেন্ট কনসালটেন্টস প্রেইভেট লিমিটেড বাংলাদেশ- কে নিয়োগের সুপারিশ করা হলে কমিটি তাতে অনুমোদন দিয়েছে। প্রকল্পে ব্যয় হবে ৫৮ কোটি ৬২ লা ৬২ হাজার ৮১৩ টাকা।

এমএএস/কেএসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।