দৃষ্টিহীন ক্রিকেট দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:২৯ পিএম, ০৩ ডিসেম্বর ২০২৪
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস/ ফাইল ছবি

পাকিস্তানে অনুষ্ঠিত টি-২০ ব্লাইন্ড ক্রিকেট বিশ্বকাপে রানার্স আপ হওয়ায় বাংলাদেশ দৃষ্টিহীন ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দলের উদ্দেশে এক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ‘তাদের এ সাফল্যে পুরো জাতি গর্বিত।’ প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

এর আগে এদিন মুলতানে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিক পাকিস্তানের কাছে ১০ উইকেটে পরাজিত হয় বাংলাদেশ।

লাহোর ও মুলতানে আয়োজিত টুর্নামেন্টের চতুর্থ সংস্করণে পাকিস্তান, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, নেপাল, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান অংশগ্রহণ করে।

এর আগে, ২০২২ সালে ভারতে অনুষ্ঠিত প্রতিযোগিতায়ও বাংলাদেশ রানার্স আপ হয়েছিল।

এমইউ/কেএসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।