উন্নয়ন নিয়ে দেশে হবে আন্তর্জাতিক সম্মেলন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১৩ পিএম, ০৩ ডিসেম্বর ২০২৪
উন্নয়ন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন করবে বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ

 

‘সমতা, সুযোগ, স্বাধীনতা ও আত্মমর্যাদা’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস) আয়োজন করতে যাচ্ছে চার দিনব্যাপী আন্তর্জাতিক ‘অ্যানুয়াল বিআইডিএস কনফারেন্স অন ডেভেলপমেন্ট (এবিসিডি) ২০২৪’। আগামী শনিবার (৭ ডিসেম্বর) থেকে মঙ্গলবার (১০ ডিসেম্বর) পর্যন্ত রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে অনুষ্ঠিত হবে এ সম্মেলন।

উন্নয়ন বিষয়ক সমসাময়িক বিষয় ও বিতর্ক বৃহত্তর জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিশিষ্ট গবেষকদের গবেষণা কাজ উপস্থাপনের মাধ্যম হিসেবে কাজ করবে এই আন্তর্জাতিক সম্মেলন। চারদিনের সম্মেলনে ১২টি অ্যাকাডেমিক সেশনে মোট ৩০টি গবেষণাপত্র, ১২টি পাবলিক লেকচার এবং ২টি মুখ্য বক্তৃতা উপস্থাপন করা হবে। অধিবেশনের আলোচ্য বিষয় মূলত অর্থনৈতিক ও সামাজিক পুনর্গঠন, দারিদ্র্য, মূল্যস্ফীতি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, খাদ্যনিরাপত্তা, জ্বালানি, পরিবেশ, নগরায়ণ, বাল্যবিয়েসহ অন্যান্য উন্নয়ন সংক্রান্ত বিষয়।

পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে ‘সমতা’ শিরোনামে বিশেষ বক্তৃতাও দেবেন তিনি।

সেন্টার ফর পলিসি ডায়ালগের চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান সম্মেলনে ‘এজেন্ডা ফর ইকনোমিক অ্যান্ড সোশ্যাল রিফর্ম’ শীর্ষক পাবলিক লেকচার পরিচালনা করবেন। এ সেশনে ৯টি গবেষণামূলক প্রবন্ধ উপস্থাপন করা হবে। এ সেশনে বিআইডিএসের প্রফেসরিয়াল ফেলো এম এ সাত্তার মন্ডল ‘করপোরেট এগ্রিকালচার’, আইএফপিআরআইয়ের সিনিয়র রিসার্চ ফেলো জেসিকা লেইট ‘স্ট্রাকচারাল ট্রান্সফরমেশন অ্যান্ট ইটস ইফেক্ট অন গ্রোথ অ্যান্ড পোভার্টি’, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ এবং টোকিও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়াসুয়ুকি সাওয়াদা ‘বিল্ডিং রেজিলিয়েন্স অ্যামং দ্য পুওর: লেসনস ফ্রম দ্য ফিল্ড’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন।

আয়োজকরা জানান, সম্মেলনের প্রথম দিনে ‘ইক্যুয়ালিটি অ্যান্ড অপরচুনিটি’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করা হবে। যৌথভাবে এটি প্রণয়ন করেছেন প্রফেসর অব ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স ও ইন্টারন্যাশনাল প্রফেসর অব অ্যাপ্লাইড ইকোনমিক্স অ্যান্ড ম্যানেজমেন্টের প্রফেসর রবি কানবুর এবং কর্নেল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক টি এইচ লি।

সম্মেলনের তৃতীয় দিনে ‘ক্যান বাংলাদেশ রিনিউ ইটস এলিট বারগেইন ফর ডেভেলপমেন্ট’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ব্লাভাতনিক স্কুল অব গভর্নমেন্ট এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক স্টিফেন ডার্কন।

আয়োজকরা জানান, সম্মেলনে থাকবে বেশ কয়েকটি একাডেমিক সেশন। প্রযুক্তি, সাপ্লাই চেইন এবং কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্য, জ্বালানি, পরিবেশ, কৃষি এবং ভূমি ব্যবহার ইত্যাদি বিষয়ে বিআইডিএসের একাডেমিক সেশন থাকবে।

এছাড়াও খানা আয়-ব্যয় জরিপ ২০২২-এর ভিত্তিতে বিশ্বব্যাংকের বাংলাদেশে দারিদ্র্য নিয়ে বিশ্লেষণ, আইএফপিআরআইয়ের কৃষি ও খাদ্য নিরাপত্তা নিয়ে গবেষণা, দারিদ্র্যসহ অন্যান্য বিষয়ের গবেষণা পদ্ধতি নিয়ে যুক্তরাজ্যের বাথ বিশ্ববিদ্যালয় পরিচালিত সেশন থাকবে।

এমওএস/কেএসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।