চট্টগ্রামে তিন প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৮:০৯ পিএম, ০৩ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রামে তিন খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩ ডিসেম্বর) নগরীর আগ্রাবাদ সিডিএ, বড়পোল এলাকায় এ অভিযান পরিচালনা করেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

চসিক জানিয়েছে, অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশ ও পচা ডিম দিয়ে কেক তৈরি, মেয়াদহীন ফ্লেভার ব্যবহার এবং ট্রেড লাইসেন্স হাল নাগাদ না করার অপরাধে আগ্রাবাদ সিডিএ সংযোগ সড়কে ওয়াসি ফুডকে ২০ হাজার টাকা, নোংরা ও অপরিচ্ছন্ন রান্নাঘর, খাবারে রাসায়নিক ব্যবহার এবং বিরিয়ানির ডেকচি ফুটপাতে রাখার অপরাধে বড়পোল মোড়ের নবাব রেস্তোরাঁকে ২০ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে সরিষার তৈল প্রস্তুত করার অপরাধে একই এলাকার মাশরুর অয়েল মিলসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এমডিআইএইচ/এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।