পূর্ণাঙ্গ নিবন্ধনের অপেক্ষায় লক্ষাধিক হজ গমনেচ্ছু


প্রকাশিত: ০৯:২৬ এএম, ১২ মে ২০১৬

চলতি বছর পবিত্র হজ পালনে সৌদি আরবে গমনেচ্ছু লক্ষাধিক প্রাক নিবন্ধকারী নারী, পুরুষ ও শিশু পূর্ণাঙ্গ নিবন্ধনের অপেক্ষায় প্রহর গুণছেন। এবার সরকারি ও বেসরকারিভাবে হজে যাওয়ার জন্য দুই ধরনের প্যাকেজ (৩ লাখ ৪ হাজার ও ৩ লাখ ৬০ হাজার) ঘোষণা করা হয়েছে। ধর্ম মন্ত্রণালয় সূত্রে মতে, নির্দিষ্ট সময়ে সরকারি ও বেসকারিভাবে প্রাক নিবন্ধিত ১ লক্ষ ৩৮ হাজার ৩১৩ জন হজ গমনেচ্ছু ব্যক্তি পূর্ণাঙ্গ নিবন্ধনের অপেক্ষায় রয়েছেন। তবে এদের মধ্যে মোট ১ লাখ ১ হাজার ৭৫৮ জনের কোটা বরাদ্দ রয়েছে।

ধর্ম মন্ত্রণালয় ঘোষিত হজ নীতিমালা অনুসারে, সরকারি কিংবা বেসরকারিভাবে বিভিন্ন হজ অ্যাজেন্সির মাধ্যমে ব্যাংকে ৩০ হাজার টাকা জমা দিয়ে প্রাক নিবন্ধনকারি হিসেবে নাম অর্ন্তভুক্ত করেছেন তারা। গত ১০ মে থেকে সরকার নির্ধারিত ২৩টি ব্যাংকে অবশিষ্ট টাকা জমা দিয়ে প্রাক নিবন্ধনকারী ব্যক্তিদের পূর্ণাঙ্গ নিবন্ধন শুরু করার নির্দেশনা থাকলেও নির্ধারিত দিনে নিবন্ধন শুরু হয়নি।

সূত্রে জানা যায়, সৌদি সরকার চলতি বছর সরকারিভাবে ১০ হাজার এবং বেসরকারিভাবে ৯১ হাজার ৭৫৮ জনসহ মোট ১ লাখ ১ হাজার ৭৫৮ জনের কোটা বরাদ্দ রয়েছে। ইতোমধ্যে বেসরকারিভাবে হজে যেতে ইচ্ছুক এমন ১ লাখ ৩৩ হাজার ৯৮৩ জন ও সরকারিভাবে ৪ হাজার ৩৩০ জন প্রাক নিবন্ধন করেছেন।

ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, সৌদি সরকারের নির্দেশে ই হজ ম্যানেজমেন্টের আওতায় চলতি বছর থেকে প্রাক নিবন্ধন পদ্ধতিতে নাম নিবন্ধনের নতুন পদ্ধতি চালু হয়েছে। এ পদ্ধতিতে প্রাক নিবন্ধনের জন্য দেশীয় একটি কোম্পানী সফটওয়্যার তৈরি করেছে। সম্প্রতি ধর্মসচিব সৌদি সফরকালে নিবন্ধনে প্রয়োজনীয় আরো কিছু অতিরিক্ত তথ্যউপাত্ত সংযুক্ত করার পরামর্শ দিয়েছেন সৌদি সরকার।

তিনি আরো বলেন, তাদের পরামর্শের ভিত্তিতে নিবন্ধন ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য সব অ্যাজেন্সিগুলোর প্রতিনিধি, সরকারি প্রতিনিধি এমনকি ব্যাংক কর্মকর্তাদের যথাযথ প্রশিক্ষণ শুরুর প্রক্রিয়ায় বিলম্ব হয়। আজ থেকে অ্যাজেন্সিগুলোর প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

এমইউ/আরএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।