সংখ্যালঘু ইস্যু

পররাষ্ট্র উপদেষ্টার ব্রিফিংয়ে ভারতসহ বিভিন্ন দেশের প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩৮ পিএম, ০২ ডিসেম্বর ২০২৪
কূটনী‌তিকদের ব্রিফ করছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন

ধর্মীয় সংখ্যালঘু ইস্যুতে ঢাকায় বি‌ভিন্ন মিশনে দা‌য়িত্বরত বিদে‌শি কূটনী‌তিকদের ব্রিফ করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এতে অংশ নেন ভারত-পাকিস্তানসহ বিভিন্ন দেশের প্রতিনিধি।

সোমবার (২ ডি‌সেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অ‌তি‌থি ভবন পদ্মায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে কূটনী‌তিকদের ব্রিফ করেন পররাষ্ট্র উপদেষ্টা।

ব্রিফিংয়ে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিষয়ে বাংলাদেশ সরকারের অবস্থা তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

ব্রিফিংয়ে যোগ দেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জার্মান, জাপান, চীন, কানাডা, সৌদি আরব, ইরান, সিঙ্গাপুর পাকিস্তানসহ একাধিক রাষ্ট্রের প্রতিনিধি। সঙ্গে ছিলেন বাংলাদেশে কর্মরত আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘের প্রতিনিধিও।

আইএইচআর/বিএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।