বাধ্যতামূলক অবসরে পাঠানো এসপি মুনির হোসেনকে চাকরিতে পুনর্বহাল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫৬ পিএম, ০২ ডিসেম্বর ২০২৪

চাকরির মেয়াদ শেষ হওয়ার আগেই ২০২২ সালে পুলিশ সুপার (এসপি) মো. মুনির হোসেনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছিল তৎকালীন সরকার। তখন তিনি সিআইডিতে কর্মরত ছিলেন। দুই বছর পর পদোন্নতিসহ সব প্রাপ্য বকেয়া বেতন-ভাতাদিসহ তাকে চাকরিতে পুনর্বহাল করা হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রশাসনিক ট্রাইব্যুনাল-৩, ঢাকার এটি মামলা নং-১০/২০২৪ (নতুন) ২৬২/২০২৩ (পুরাতন) এর ২৫ সেপ্টেম্বর তারিখের রায় অনুযায়ী বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত পুলিশ সুপার মো. মুনির হোসেনকে ২০২২ সালের ২০ ডিসেম্বর তারিখ হতে ভূতাপেক্ষভাবে চাকরিতে পুনর্বহাল হিসেবে গণ্য করা হলো।

তিনি আদালতের আদেশানুযায়ী পদোন্নতিসহ সব প্রাপ্য বকেয়া বেতন-ভাতাদি এবং অবসরজনিত আর্থিক সুবিধাদি প্রাপ্য হবেন।

টিটি/জেএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।