মেয়র ডা. শাহাদাত

সাংবাদিকদের ইতিবাচক সমালোচনা সমাজ পাল্টে দিতে সহায়ক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১২:১৭ পিএম, ০২ ডিসেম্বর ২০২৪

সাংবাদিকদের ইতিবাচক সমালোচনা সমাজ পাল্টে দিতে সহায়ক বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (টিসিজেএ) চট্টগ্রামের ১৭তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

নগরের সব সমস্যা আর অসঙ্গতি তুলে ধরা এবং দলমত ভুলে চট্টগ্রামের উন্নয়নে সবাইকে এক সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

মেয়র বলেন, একজন সাংবাদিক সমাজের দর্পণ। সংবাদকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা যদি আমার ভুল-ত্রুটি ধরিয়ে দেন তাহলে আমি সেসব সমাধান করে শহরকে মানুষের জন্য বাসযোগ্য করতে পারবো। এসময় সবাইকে চট্টগ্রাম শহরের সৌন্দর্য রক্ষায় এগিয়ে আসার আহ্বানও জানান ডা. শাহাদাত।

টিসিজেএ চট্টগ্রামের সভাপতি শফিক আহমেদ সাজীবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম সম্মিলিত পেশাজীবী পরিষদের সভাপতি সাংবাদিক জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ, সাধারণ সম্পাদক সালেহ নোমান, বিএনপির লোহাগাড়া উপজেলা শাখার আহ্বায়ক নাজমুল মোস্তাফা আমিন, চট্টগ্রাম নগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা। স্বাগত বক্তব্য রাখেন, টিসিজেএ চট্টগ্রামের সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম চৌধুরী।

টিসিজেএ সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীরের সঞ্চালনায় অনুষ্ঠানে টিসিজেএর সাবেক সভাপতি এনামুল হক, সাবেক সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন, দীপংকর দাশ বাবু বক্তব্য রাখেন।

এছাড়াও টিসিজেএর সহ-সভাপতি মোহাম্মদ আলী আকবর, অর্থ সম্পাদক মো. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাসু দেব, দপ্তর সম্পাদক মো. পারভেজ রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইমুন আল মুরাদ, নির্বাহী সদস্য নুর হাসিব ইফরাজ, সাইফুল ইসলাম, রবিউল হোসেন টিপু এবং সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

এমডিআইএইচ/এসএনআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।