জনআকাঙ্ক্ষা পূরণে পুলিশ অঙ্গীকারবদ্ধ: আইজিপি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৩৭ পিএম, ০১ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশ পুলিশ ছাত্র-জনতার প্রত্যাশা অনুযায়ী জনআকাঙ্ক্ষা পূরণে অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

রোববার (১ ডিসেম্বর) বিকেলে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহতদের দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

আইজিপি আহতদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। তিনি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গেও আহতদের চিকিৎসা সম্পর্কে কথা বলেন।

জনআকাঙ্ক্ষা পূরণে পুলিশ অঙ্গীকারাবদ্ধ: আইজিপি

আন্দোলনে অংশগ্রহণকারী সবার বীরোচিত ভূমিকা শ্রদ্ধার সঙ্গে উল্লেখ করে আইজিপি বলেন, তাদের অবদানের জন্যই জনগণ মুক্ত বাতাসে নিশ্বাস নিচ্ছেন।

জনআকাঙ্ক্ষা পূরণে পুলিশ অঙ্গীকারাবদ্ধ: আইজিপি

আইজিপিকে কাছে পেয়ে আহতদের অনেকেই তাদের অনুভূতি প্রকাশ করেন। আইজিপি মনোযোগ সহকারে তাদের কথা শোনেন। তিনি এসব দুঃখজনক ঘটনায় রুজুকৃত মামলাগুলোর দ্রুত তদন্তের প্রতিশ্রুতি দেন।

পরিদর্শনকালে নিটোর পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল কেনানসহ সংশ্লিষ্ট চিকিৎসক এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টিটি/এমকেআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।