ধান ভাঙানোর মেশিনে কাপড় পেঁচিয়ে নারীর মৃত্যু
টাঙ্গাইল জেলার মির্জাপুর এলাকায় ধান ভাঙানো মেশিনে কাপড় পেঁচিয়ে আলিয়া বেগম (৫৫) নামে এক নারী আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রোববার (১ ডিসেম্বর) সকালের দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আলিয়া বেগমের ছোট ভাই মো.রুস্তম আলী জানান, সকালের দিকে বাড়িতে আমরা ধান ভাঙানোর কাজ করছিলাম। এ সময় মেশিনে কাপড় পেঁচিয়ে গুরতর আহত হন আলেয়া। প্রথমে তাকে উদ্ধার করে প্রথমে টাঙ্গাইল মির্জাপুর উপজেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
কাজী আল-আমিন/এসআইটি/জেআইএম