বাড্ডায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি ‘আত্মহত্যা’

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ০১ ডিসেম্বর ২০২৪
ফাইল ছবি

রাজধানী বাড্ডা থানার দক্ষিণ আনন্দ নগর এলাকার একটি বাসা থেকে আল-আমিন (২৭) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, স্ত্রীর পরকীয়া সম্পর্কের জেরে ওই যুবক আত্মহত্যা করেছেন।

রোববার (১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে আল-আমিনকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বোনজামাই জামাল জানান, আল-আমিন অটোরিকশা চালাতেন। তার স্ত্রী মোবাইল ফোনে অন্য একটি ছেলের সঙ্গে কথা বলতেন। আল-আমিন বিষয়টি কয়েকবার ধরে ফেলেন। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হতো। আজ সকালের দিকেও বিষয়টি নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। পরে আল-আমিন নিজ রুমে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে সিলিংফ্যানে ঝুলে আত্মহত্যা করেন। এরপর পরিবারের লোকজন দেখতে পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসেন। দুপুর ২টার দিকে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত আল-আমিন গাজীপুরের শ্রীপুর থানার জাজিরা গ্রামের মো. জহির উদ্দীনের সন্তান। বাড্ডার দক্ষিণ আনন্দ নগর এলাকায় তারা ভাড়া থাকতেন। তার একটি মেয়ে রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

কাজী আল-আমিন/ইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।