নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
রাজধানীর আজিমপুর এলাকার একটি নির্মাণাধীন বহুতল ভবন থেকে নিচে পড়ে নয়ন মিয়া (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার (১ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নির্মাণ শ্রমিক রাহাত জানান, নির্মাণাধীন ভবনে কাজ করার সময় হঠাৎ উপর থেকে নিচে পড়ে যায় নয়ন। এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত তাকে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরও জানান, নিহত নয়নের গ্রামের বাড়ি রাজশাহী জেলায়। তার বাবার নাম, মো. কামাল উদ্দিন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
কাজী আল-আমিন/এসআইটি/জেআইএম