ছয়দিন পর নামলো সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৭ পিএম, ০১ ডিসেম্বর ২০২৪
ফাইল ছবি

বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ফিনজাল ভারতের তামিলনাড়ু উপকূল অতিক্রম করেছে। এজন্য ছয়দিন পর দেশের সব সমুদ্রবন্দর থেকে সতর্ক সংকেত নামানো হয়েছে।

রোববার (১ ডিসেম্বর) আবহাওয়া অফিসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়ার সম্ভাবনা নেই। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

গত ২৫ নভেম্বর বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ায় দেশের সব সমুদ্রবন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখাতে বলেছিল আবহাওয়া অফিস।

আরএএস/এসআইটি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।