জাতীয় নাগরিক কমিটি

হিন্দুত্ববাদী প্রভাব থেকে বাংলাদেশপন্থি হিন্দুদের রক্ষা করতে হবে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫০ পিএম, ২৭ নভেম্বর ২০২৪

হিন্দুত্ববাদী প্রভাব থেকে বাংলাদেশপন্থি হিন্দুদের রক্ষা ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তাসহ চার দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি।

বুধবার (২৭ নভেম্বর) বিকেল ৩টায় জাতীয় নাগরিক কমিটির অফিসিয়াল ফেসবুক পেজে চার দফা দাবি সম্বলিত একটি ফটোকার্ড প্রকাশ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন জাগো নিউজকে বলেন, এগুলো আমাদের অফিসিয়াল দাবি। এগুলো মাঠের জনগণের দাবি। তবে আনুষ্ঠানিকভাবে সরকারকে এখনো এ বিষয়ে জানানো হয়নি।

চার দফা দাবিগুলো হলো

১. হিন্দুত্ববাদী প্রভাব থেকে বাংলাদেশপন্থি হিন্দুদের রক্ষা করতে হবে।

২. বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করা সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের আওতায় আনতে হবে।

৩. গত ১৫ বছরে সংখ্যালঘুদের মানবাধিকার লঙ্ঘনে যারা জড়িত, তাদের চিহ্নিত করে যথাযত বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে।

৪. সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।

গত ৮ সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে এক অনুষ্ঠানে ৫৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। রাষ্ট্র পুনর্গঠন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও ‘নতুন বাংলাদেশের’ রাজনৈতিক বন্দোবস্ত সফল করার লক্ষ্যে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক কমিটি।

এনএস/বিএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।