আইনজীবী হত্যাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারে আলটিমেটাম

ক্যাম্পাস প্রতিবেদক
ক্যাম্পাস প্রতিবেদক ক্যাম্পাস প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১০:৪০ পিএম, ২৬ নভেম্বর ২০২৪

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকারীকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারে আলটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। অন্যথায় সচিবালয় ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দেয় সংগঠনটি।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মশাল মিছিল বের করে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদী এ ঘোষণা দেন।

এদিন মশাল মিছিলে যোগ দেয় ইসলামি ছাত্র আন্দোলন, স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদ, ছাত্র অধিকার পরিষদসহ বেশ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা।

মশাল মিছিলটি সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগ ঘুরে পুনরায় রাজু ভাস্কর্যে অবস্থান নেয়। এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন।

এর আগে চট্টগ্রামে বাংলাদেশ সনাতন জাগরণ জোটের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে ইসকন সমর্থকদের হামলায় সাইফুল ইসলাম আলিফ নামের ওই আইনজীবী নিহত হন। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম আদালত ভবনের সামনের সড়কে ঘটে এ ঘটনা।

এমএইচএ/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।