চট্টগ্রামে ৩৫ মামলার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১১ পিএম, ২৬ নভেম্বর ২০২৪

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ৩৫ মামলার আসামি সবুজ ওরফে বার্মা সবুজকে (৩৬) গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) বিকেলে বায়েজিদ থানা ও গোয়েন্দা পুলিশ যৌথ অভিযানে হাটহাজারী থানার কুয়াইশ এলাকার একটি ভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে তাকে আদালতে পাঠানো হয়। সবুজ বায়েজিদ বোস্তামী থানার বার্মা কলোনির নুরুল আমিন কসাইয়ের ছেলে।

আজ দুপুরে বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন সিএমপির অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ।

এডিসি তারেক আজিজ বলেন, গ্রেফতার সবুজ বায়েজিদের হিলভিউ-বার্মা কলোনির শীর্ষ সন্ত্রাসী। বার্মা সবুজ নামে বেশি পরিচিত সে। বার্মা সবুজের নেতৃত্বে তার অন্য দুই ভাই সাইফুল-ফাহিমসহ তিন ভাইয়ের নিজস্ব সন্ত্রাসী বাহিনী রয়েছে। তাদের চাঁদাবাজি ও অত্যাচারে বায়েজিদ-পাঁচলাইশ-খুলশীসহ নগরীর বিভিন্ন এলাকার মানুষ অতিষ্ঠ।

বায়েজিদ, পাঁচলাইশ, খুলশী ও তার আশপাশের এলাকায় জমি দখল-বেদখল, চাঁদাবাজি, লুটপাট সবকিছুরই নিয়ন্ত্রণ করে থাকে এ তিন ভাই। গ্রেফতার সবুজের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, মারামারি, অস্ত্র ও বিস্ফোরকসহ ৩৫টিরও অধিক মামলা রয়েছে বলে জানান তিনি।

এমডিআইএইচ/এমএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।