সড়ক দুর্ঘটনা রোধে ‘পথচারী সচেতনতা কার্যক্রম’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০:১৯ এএম, ২৫ নভেম্বর ২০২৪

ফুটপাত, ফুটওভার ব্রিজ ও জেব্রাক্রসিং ব্যবহারে উদ্বুদ্ধ করতে ‘পথচারী সচেতনতা কার্যক্রম’ পরিচালনা করা হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) উত্তরায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় স্টপেজ ছাড়া বাস থেকে নামা ও বাসে ওঠাকে নিরুৎসাহিত করা হয়। এছাড়া ফুটপাত দিয়ে হাঁটার সময় মোবাইলফোন ব্যবহার না করতে অনুরোধ করা হয়। পথচারী ছাড়াও, রিকশা, অটোরিকশা ও বাইকচালকেরা এই প্রচারণাকে স্বাগত জানিয়েছেন।

প্রায় ৭০০ জন ট্রান্সপোর্ট প্রফেশনাল (সিভিল ইঞ্জিনিয়ার, আরবান প্ল্যানার, আর্কিটেক্ট, রোড সেফটি ইন্সট্রাক্টর ইত্যাদি) এর সমন্বয়ে গঠিত ট্রান্সপোর্ট প্রফেশনাল ফোরামস, ইন বাংলাদেশ সরকারি ছুটির দিনে সচেতনতায় নামে।

সড়ক দুর্ঘটনা রোধে ‘পথচারী সচেতনতা কার্যক্রম’

গাড়ি/বাস/অটোরিকশাচালকদের অসতর্কতা রোধে ফোরামের সদস্যরা উত্তরা আজমপুর থেকে দিয়াবাড়ি পর্যন্ত কয়েকটি ক্রিটিক্যাল পয়েন্টে অবস্থান নিয়ে প্রচারণা কার্যক্রম পরিচালনা করেন।

সংগঠনটি মাত্র দুইমাস আগে যাত্রা শুরু করেছে এবং দেশের পরিবহন খাতে বিপ্লব আনয়নে তাদের বড় মাত্রার কিছু লক্ষ্য আছে বলে সংগঠকদের পক্ষ থেকে জানানো হয়।

প্রচারণায় সড়ক ও জনপথ অধিদপ্তর এবং মেট্রোরেল কোম্পানির সরকারি প্রকৌশলী ছাড়াও বেসরকারি কয়েকজন প্রকৌশলী ও পরিবহন খাতের সাথে সম্পৃক্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ফোরামে অনেক বাংলাদেশি গবেষক (যারা দেশে ও প্রবাসে কর্মরত) অনলাইনে সক্রিয়ভাবে যুক্ত আছেন এবং সবাই মিলে সড়ক, রেল ও নৌ যোগাযোগ ব্যবস্থার বড় ধরনের সংস্কার আনয়নে নীরবে কাজ করছেন বলে জানা যায়।

এমআরএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।