শপথ নিয়েই ইসি ভবনে সিইসিসহ অন্য কমিশনাররা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ২৪ নভেম্বর ২০২৪

নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন ও অন্য চার নির্বাচন কমিশনারের (ইসি) শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শপথগ্রহণ শেষে সিইসিসহ অন্য কমিশনাররা নির্বাচন কমিশন ভবনে গিয়েছেন।

রোববার (২৪ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান শেষে সরাসরি আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে যান সিইসিসহ অন্য কমিশনাররা।

এসময় তাদের ফুলেল শুভেচ্ছা জানাতে নির্বাচন কমিশন ভবনের ফটকের সামনে হাজির হন ইসি কর্মকর্তারা।

আরও পড়ুন

এরপর ইসি সচিব মো. শফিউল আজিম সিইসিসহ অন্য কমিশনারদের নিয়ে ইসি ভবনে প্রবেশ করেন।

গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাষ্ট্রপতির নির্দেশে নতুন নির্বাচন কমিশন গঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীন। নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব তহমিদা আহমদ এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

এর আগে নতুন নির্বাচন কমিশন গঠনে নাম প্রস্তাব করতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে সভাপতি করে গত ৩১ অক্টোবর ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়।

এমওএস/এমকেআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।