যাত্রাবাড়ীতে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর যাত্রাবাড়ীর একটি বাসা থেকে আকলিমা বেগম (২৩) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, স্বামীর ওপর অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন।
শনিবার (২৩ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। রোববার (২৪ নভেম্বর) তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জসীম উদ্দীন জানান, খবর পেয়ে তারা যাত্রাবাড়ীর ছনটেক দুই নং রোডের হাবিব মঞ্জিল থেকে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে সিলিংফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আকলিমা বেগমের মরদেহ উদ্ধার করেন। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ঢামেকে পাঠান।
তিনি আরও জানান, স্বজনের সঙ্গে কথা বলে জানতে পেরেছেন, পারিবারিক কলের জেরে স্বামীর ওপর অভিমান করে আকলিমা আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিহতের মামাতো ভাই নুর মিয়া জানান, আকলিমার স্বামী শাহাদাৎ হোসেন সবজির ব্যবসা করেন। স্বামী-স্ত্রীর কলহের জেরে গলায় ফাঁস দিয়ে আকলিমা আত্মহত্যা করেছে বলে তিনি জানতে পেরেছেন।
আকলিমা সুনামগঞ্জের দিরাই থানার উত্তর সুরিয়ার পার এলাকার মৃত সাইদুল্লাহর কন্যা। যাত্রাবাড়ীর ছনটেক দুই নং রোডের ৫৩/এ নম্বর বাসায় (হাবিব মঞ্জিল) স্বামীর সঙ্গে থাকতেন। তাদের একটি মেয়ে রয়েছে।
কাজী আল-আমিন/ইএ/জিকেএস