পর্তুগালে ইউএনএওসি গ্লোবাল ফোরামে অংশ নেবেন পররাষ্ট্র উপদেষ্টা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৭:৫৯ পিএম, ২২ নভেম্বর ২০২৪

পর্তুগালের উপকূলীয় শহর ক্যাসকেসে আগামী ২৫ থেকে ২৭ নভেম্বর অনুষ্ঠেয় জাতিসংঘের দশম অ্যালায়েন্স অব সিভিলাইজেশনস (ইউএনএওসি) গ্লোবাল ফোরামে বাংলাদেশের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

রোববার লিসবনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন উপদেষ্টা। সেখানে তিনি ‘ইউনাইটেড ইন পিচ: রিস্টোরিং ট্রাস্ট রিসহেপিং দ্য ফিউচার রিফ্লেক্টটিং অন টু ডিকেড্স অব ডায়লগ ফর হিউমিনিটি’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেবেন।

শুক্রবার (২২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বৈশ্বিক শান্তি ও মানবতার প্রতি অঙ্গীকারবদ্ধ বাংলাদেশের অবিচল অবস্থানের কথা তুলে ধরার জন্য ওই অনুষ্ঠানে ঢাকার উপস্থিতি গুরুত্বপূর্ণ।

বিভিন্ন দেশের ও সরকারপ্রধান, মন্ত্রী, উপমন্ত্রী, আন্তর্জাতিক সংস্থার নেতা, ধর্মীয় ব্যক্তিত্ব, বেসরকারি প্রতিনিধি, শিক্ষাবিদ, যুবনেতা এবং সুশীল সমাজের সদস্যসহ অনেকেই ফোরামে অংশ নেবেন।

ফোরামের আলোচনায় সম্প্রীতিময় ভবিষ্যৎ গড়তে ঐকমত্যে আস্থা বাড়াতে শান্তি ও নিরাপত্তার গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয়গুলোতে ফোকাস করা হবে।

স্পেন ও তুরস্কের পৃষ্ঠপোষকতায় ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং পর্তুগিজ প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো দে সোসা বক্তব্যে দেবেন বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানটি ইউএনএওসির অর্জনগুলো তুলে ধরা ও উদযাপনের একটি উপলক্ষ হবে এবং আগামী বছরগুলোর জন্য ‘ওয়ান হিউমিনিটি’র মূলপরিকল্পনা ঠিক করা হবে।

আজ থেকে ২০ বছর আগে ২০০৪ সালের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের ৫৯তম অধিবেশনে স্পেনের প্রস্তাবে ‘অ্যালায়েন্স অব সিভিলাইজেশন’ ইউএনএওসি গঠন করা হয়।

জাতিসংঘের কাঠামোর মধ্যে থেকেই বছরের পর বছর ধরে ইউএনএওসি একটি গতিশীল এবং প্রভাবশালী সত্তায় বিকশিত আছে।

এমএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।