আটাব এবং বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরোর মধ্যে চুক্তি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৫ এএম, ২২ নভেম্বর ২০২৪

অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্সিস অব বাংলাদেশ (আটাব) এবং বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরোর মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

দ্বিপাক্ষিক পর্যটনের প্রচার, বাণিজ্য, প্রতিনিধিদলের আদান-প্রদান সহজ করার লক্ষ্যে এবং উভয় দেশের ভ্রমণকারী, প্রশিক্ষণ আদান- প্রদানের জন্য এই সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) চীনের বেইজিংয়ে এই সমঝোতা হয়। আটাবের পক্ষে চুক্তিতে সই করেন সংগঠনের সভাপতি আবদুস সালাম আরেফ। এর মধ্যদিয়ে উভয় দেশের পর্যটন বিকাশে সক্ষমতা বৃদ্ধি করবে বলে আশা আটাবের।

চুক্তি সই অনুষ্ঠানে আটাব মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ, সহ-সভাপতি আবু জাফরসহ সংগঠনের সিনিয়র সদস্যরা উপস্থিত ছিলেন।

এমএমএ/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।