যথাযোগ্য মর্যাদায় নৌঅঞ্চলে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা নৌ অঞ্চলে সশস্ত্র বাহিনী দিবস-২০২৪ উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২১ নভেম্বর) বাংলাদেশ নৌবাহিনীর সব মসজিদে বাদ ফজর মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের আত্মার মাগফিরাত, দেশের সুখ ও সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এছাড়া নৌবাহিনীর সব জাহাজ ও ঘাঁটিতে মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদানের ওপর নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং নৌবাহিনী স্কুল ও কলেজে সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আইএসপিআর জানায়, দিবসটি উপলক্ষে ঢাকার সদর ঘাঁটে বানৌজা চিত্রা, চট্টগ্রাম নেভাল বার্থে বানৌজা সমুদ্র অভিযান, খুলনা বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনালে বানৌজা শহীদ আখতার উদ্দিন, মোংলা দিগরাজ নেভাল বার্থে বানৌজা কপোতাক্ষ, বরিশাল বিআইডব্লিউটিএ ঘাঁটে বানৌজা বরকত এবং চাঁদপুর বিআইডব্লিউটিএ ঘাঁটে বানৌজা শহীদ দৌলত দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়।
এ সময় বিপুলসংখ্যক জনসাধারণ নৌবাহিনীর জাহাজ ঘুরে দেখেন। এর আগে খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার স্বাধীনতা যুদ্ধে শহীদ বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও শহীদ বীর বিক্রম মহিবুল্লাহ্র মাজারে ‘গার্ড অব অনার’ ও পুস্পস্তবক অর্পণ করেন।
টিটি/এমএএইচ/জেআইএম