তৌফিক হাসান

যুক্তরাষ্ট্র মিশনে অর্থ আত্মসাতের ঘটনায় প্রাথমিক তদন্ত সম্পন্ন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫৯ পিএম, ২১ নভেম্বর ২০২৪

আওয়ামী লীগ সরকারের শাসনামলে বাংলাদেশের যুক্তরাষ্ট্র মিশনে অর্থ আত্মসাতের ঘটনায় সরকার প্রাথমিক তদন্ত করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক তৌফিক হাসান।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

যুক্তরাষ্ট্র মিশনে সদ্য পতিত সরকারের সময়ে যে অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছিল তদন্ত প্রতিবেদন অগ্রগতি এবং ওই ঘটনায় দোষীদের বিরুদ্ধে মন্ত্রণালয় ব্যবস্থা নিয়েছে কি না-জানতে চাওয়া হলে তৌফিক হাসান বলেন, এ ব্যাপারে এরই মধ্যে একটি প্রাথমিক তদন্ত হয়েছে। সেটার পরিপ্রেক্ষিতে আরও অধিকতর তদন্তের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ তদন্ত দ্রুত সম্পাদিত হবে। দ্বিতীয় দফা তদন্ত হওয়ার পর পররাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।

আগামী ২৪ নভেম্বর ঢাকায় পররাষ্ট্র সচিব পর্যায়ের দ্বিতীয় রাজনৈতিক সংলাপে বসছে বাংলাদেশ ও বেলজিয়াম। সংলাপে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক নানা দিক নিয়ে আলোচনা হবে জানিয়ে মুখপাত্র বলেন, বাংলাদেশ ও বেলজিয়ামের মধ্যে অতিরিক্ত পররাষ্ট্র সচিব পর্যায়ের দ্বিতীয় রাজনৈতিক সংলাপ আগামী ২৪ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে। সংলাপে দু’দেশের মধ্যকার দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা হবে বলে আশা করা যাচ্ছে।

তৌফিক হাসান বলেন, পাশাপাশি ইইউ-বাংলাদেশ সম্পর্ক এবং বৈশ্বিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় হবে।

সংলাপে অতিরিক্ত পররাষ্ট্র সচিব ড. মো. নজরুল ইসলাম বাংলাদেশ প্রতিনিধিদলের এবং বেলজিয়াম সরকারের পক্ষে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপাক্ষিক বিষয়াবলি মহাপরিচালক রাষ্ট্রদূত জেরোএন কুরম্যান নেতৃত্ব দেবেন।

আইএইচআর/এমএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।