রামপুরায় রিকশাচালকদের অবরোধ, তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৫ পিএম, ২১ নভেম্বর ২০২৪

ব্যাটারিচালিত রিকশাচালকদের অবরোধে মালিবাগ থেকে রামপুরা ব্রিজ পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এ অবস্থায় দুর্ভোগে পড়েছেন সব শ্রেণি-পেশার মানুষ। ফলে পায়ে হেঁটে গন্তব্যে যেতে হচ্ছে তাদের।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সরেজমিনে দেখা গেছে, মালিবাগ ফ্লাইওভার থেকে রামপুরা ব্রিজ পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ রয়েছে। রামপুরা বাজার সংলগ্ন মোড়ে অবরোধ করছে ব্যাটারিচালিত রিকশাচালকরা।

পথচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, খুব কষ্টে রামপুরা থেকে হেঁটে মৌচাক যাচ্ছি। রাস্তায় রিকশাও নেই। হাঁটা ছাড়া কোনো উপায় পাচ্ছি না।

রামপুরায় রিকশাচালকদের অবরোধ, তীব্র যানজট

আজম হক নামে এক পথচারী জাগো নিউজকে বলেন, কিছু হলেই রাস্তায় আন্দোলন। এভাবে আর কতদিন। অসুস্থ শরীর নিয়ে হেঁটে হেঁটে গুলিস্তান যেতে হবে।

ভিক্টর বাসে থাকা যাত্রী শহিদ বলেন, আমার স্ত্রী আর সন্তান আছে সঙ্গে। এক ঘণ্টা যাবৎ জ্যামে আটকা। ওদের নিয়ে হেঁটে যাওয়ার উপায় নেই। একদম অসহায় হয়ে পড়েছি।

রামপুরায় রিকশাচালকদের অবরোধ, তীব্র যানজট

আন্দোলনকারীরা জানান, আমরা সমিতি থেকে টাকা নিয়ে রিকশা কিনছি। এখনো কিস্তি পরিশোধ করতে পারিনি। আমরা হাজার হাজার মানুষ হঠাৎ করে কোন পেশায় যাব। আমরা রাস্তায় গাড়ি চালানোর অধিকার চাই। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাস্তায় থাকব।

খিলগাঁও জোনের এসি ফয়েজ ইকবাল জাগো নিউজকে বলেন, আমরা মানুষের দুর্ভোগ দেখতে পাচ্ছি। আন্দোলনকারীদের বোঝানোর চেষ্টা করছি। দেখা যাক কি হয়।

আরএএস/এমআরএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।