আসিফ মাহমুদ

দুর্বল কারখানা বন্ধ করবে সরকার, বাছাই করতে হচ্ছে কমিটি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১৯ পিএম, ২০ নভেম্বর ২০২৪
সংবাদ সম্মেলনে কথা বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

দুর্বল কারখানা বাছাই করতে কমিটি করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি বলেন, ‘আমরা একটা স্থায়ী সমাধান চাই, সেজন্য একটা হাই পাওয়ার কমিটি করা হবে। তারা একটা প্রস্তাবনা দেবে। যেসব কারখানার অর্ডার নেই, এক্সপোর্ট নেই- সেগুলোতে শ্রমিকদের রেখে চালিয়ে নেওয়া সম্ভব নয়। শ্রমিকদের বেতন দিয়ে এসব কারখানা বন্ধ করার বিষয়ে বিবেচনা করা হবে। এ বিষয়ে প্রস্তাবনা দেবে কমিটি।’

বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সরকারের টাকায় বেক্সিমকো গ্রুপের শ্রমিকদের বেতন দেওয়া হয়েছে কি না- এমন প্রশ্নে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘গত দুই মাসে সরকার বেক্সিমকো গ্রুপের শ্রমিকদের বেতন ব্যাংকের মাধ্যমে জোগাড় করে দিয়েছে। এটা এভাবে চলতে থাকবে তা আমরা চাই না। অনেক কারখানা আছে যেগুলো চালু রাখার আর বাস্তবতা নেই।’

শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘শুরুর দিকে অনেক কারখানায় অনেক বেশি অসন্তোষ ছিল। আমরা সব দাবি চিহ্নিত করার মাধ্যমে সেটাকে স্বাভাবিক অবস্থায় এনেছি। মালিকপক্ষ থেকে বেতন না দিলে শ্রমিকরা বসে থাকবে না এটাই স্বাভাবিক। গত দুই মাসে সরকার বেক্সিমকো গ্রুপের শ্রমিকদের বেতন ব্যাংকের মাধ্যমে জোগাড় করে দিয়েছে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল, উপদেষ্টা মাহফুজ আলম, প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম প্রমুখ।

এমওএস/কেএসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।