ঢামেকে মোবাইল চুরির সময় আটক ১

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫০ পিএম, ২০ নভেম্বর ২০২৪

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর মোবাইল চুরি করে পালানোর সময় মো. জনি (২৮) নামের এক যুবককে আটক করা হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢামেকের নতুন ভবনের লিফটের সামনে এ ঘটনাটি ঘটে। পরে ওই মোবাইল চোরকে আনসার সদস্যরা ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পে দেয়।

ঢাকা মেডিকেল হাসপাতালের আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) মো. মিজানুর রহমান জানান, নতুন ভবনে লিফটের সামনে সাহেদ নামে এক রোগীর কাছ থেকে মোবাইল চুরি করে পালানোর সময় আনসার সদস্যরা এক চোরকে হাতেনাতে আটক করে। পরে মোবাইলটি সাহেদ নামের ওই রোগীকে ফেরত দেওয়া হয়।

তিনি আরও জানান, প্রতিদিন মোবাইল চুরির অভিযোগ থাকায় হাসপাতালের পরিচালক ও উপ-পরিচালকের নির্দেশে আমরা সব সময় চেষ্টা করি এখানে যারা চিকিৎসা সেবা নিতে আসেন তারা যেন কোনোভাবেই ভোগান্তির শিকার না হয়। এ বিষয়টি খেয়াল রেখেই আমরা নিরাপত্তা টহল বাড়িয়েছি। আজ সকালের দিকে এক রোগীর কাছে থেকে মোবাইল চুরি করে পালানোর সময় আমাদের আনসার সদস্যরা তাকে আটক করে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, আজকে জনি নামে এক মোবাইল চোরকে আমাদের পুলিশ ক্যাম্পে নিয়ে আসেন আনসার সদস্যরা। আমরা শাহবাগ থানায় বিষয়টি জানিয়েছি। তারা এই ব্যাপারে আইনি পদক্ষেপ নেবে বলে জানান তিনি।

এমআরএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।