পরিচয় নিশ্চিত না হওয়া শহীদদের শনাক্তে সরকারের পদক্ষেপ জানতে চিঠি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫০ পিএম, ১৯ নভেম্বর ২০২৪

গণঅভ্যুত্থানের ১০০ দিন পার হলেও এখনো অনেক মা-বাবা অপেক্ষা করছে সন্তানের জন্য। এই পরিপ্রেক্ষিত পরিচয় নিশ্চিত না হওয়া শহীদদের পরিচয় শনাক্তে সরকার কী করছে তা জানতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন দুই সাংবাদিক।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সাংবাদিক ইমরান মাহফুজ ও ইয়াসির আরাফাত স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এ চিঠি পাঠিয়েছেন।

পরিচয় নিশ্চিত না হওয়া শহীদদের শনাক্তে সরকারের পদক্ষেপ জানতে চিঠি

এতে লিখেন, জুলাই গণঅভ্যুত্থানের সময়ে নিহত অনেক শিক্ষার্থীর মরদেহ/ দেহাবশেষ এখনো চিহ্নিত হয়নি বা এখনো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি মর্মে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে অবহিত হয়েছি। আমাদের সেই শহীদ ভাই-বোনদের মরদেহ চিহ্নিত করে তাদের পরিবারের কাছে ফেরত দেওয়া জাতীয় কর্তব্য বলে মনে করি। যেমন- একসঙ্গে ১০ থেকে ১২টা মরদেহ আনতো পুলিশ, রায়েরবাজারেই দাফন শতাধিক (৩ সেপ্টেম্বর ২০২৪, সময় টিভি অনলাইন) এমনি করে ফ্যাসিবাদ বিরোধী অভ্যুত্থানে অকাতরে প্রাণ বিলিয়ে দিয়েছে সেই সব পরিবারের প্রতি আমরা এতটুকু দায়িত্ব পালন করতে না পারি তাহলে ইতিহাসের কাঠগড়ায় দোষী সাব্যস্ত হবো। যা শহীদদের আত্মার সঙ্গে বেইমানি হবে।

তারা আরও লিখেন, নিখোঁজ শহীদের বা গুম করার স্থান চিহ্নিত করে তাদের দেহাবশেষ উত্তোলন করে পরিবারের কাছে হস্তান্তরের নিমিত্তে এখনো পর্যন্ত সরকারের পক্ষ কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা এ চিঠি প্রাপ্তির তিনদিনের মধ্যে পত্রপ্রেরককে লিখিতভাবে জানানোর অনুরোধ রইল। আর যদি কোনো পদক্ষেপ না নেওয়া হয় সেক্ষেত্রে প্রেরকদের লিখিতভাবে জানাতে অনুরোধ রইলো।

এসইউজে/এমএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।