পাবনার পথে নিজামীর মরদেহ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪৫ পিএম, ১০ মে ২০১৬

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যৃদণ্ড কার্যকর হওয়া জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর মরদেহ তার নিজ জেলা পাবনার সাঁথিয়া উপজেলার দিকে রওনা দিয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তার মরদেহবাহী দুটি অ্যাম্বুলেন্স পাবনার পথে রওনা দেয়। মরদেহবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে পুলিশ ও র‌্যাবের তিনটি করে মোট ছয়টি গাড়ি রয়েছে।

এর আগে রাত ১২টা ১০ মিনিটে নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মরদেহ গ্রামের বাড়িতে নেয়ার পর তার জানাজা নামাজ পড়াবেন তারই ভাস্তি জামাই স্থানীয় মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট ক্বারি আহম্মদুল্লাহ।

নিজামীর নিজ এলাকা পাবনার সাঁথিয়া উপজেলার মন্মথপুর কবরস্থানে নিজামীর দাফন সম্পন্ন হবে। ইতোমধ্যে নির্ধারিত কবরস্থানসহ সংশ্লিষ্ট জায়গাগুলো পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এদিকে আইনশৃঙ্খলা রক্ষায় দুই প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে নিজামীর নিজ এলাকা সাঁথিয়ায়।

এআর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।