যুবলীগের সাধারণ সম্পাদক নিখিলের অন্যতম সহযোগী গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৮ পিএম, ১৮ নভেম্বর ২০২৪

রাজধানীর মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মঈনুল ইসলাম তূর্য হত্যাচেষ্টা মামলায় ঢাকা-১৪ আসনের সাবেক এমপি ও যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের অন্যতম সহযোগী অস্ত্রধারী যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম রকিবুল ইসলাম ওরফে রকি (৩০)।

সোমবার (১৮ নভেম্বর) মিরপুরের বড়বাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রকি মিরপুর ১৪ নম্বর ওয়ার্ড যুবলীগের অন্যতম সদস্য।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, মিরপুর থানার সামনের সড়কে আরও অনেক ছাত্র-জনতার সঙ্গে শান্তিপূর্ণ আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন মঈনুল ইসলাম তূর্য। এসময় ছাত্র-জনতার ওপর হামলা চালান আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আক্রমণকারীরা ককটেল বিস্ফোরণসহ এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে তূর্য বাম হাতসহ শরীরের বিভিন্ন জায়গায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

তাকে প্রথমে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এবং পরবর্তীতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় তূর্য বাদী হয়ে ১২ নভেম্বর মিরপুর মডেল থানায় মামলা করেন।

ডিসি তালেবুর রহমান আরও বলেন, তদন্তাধীন এ মামলায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় তূর্য হত্যাচেষ্টা মামলায় এজাহারনামীয় আসামি রকিবুল ইসলাম ওরফে রকিকে গ্রেফতার করা হয়।

টিটি/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।