প্রধান বিচারপতি ও আইজি প্রিজনের বাড়িতে কড়া নিরাপত্তা


প্রকাশিত: ০৬:২০ পিএম, ১০ মে ২০১৬

মানবতাবিরাধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসিকে কেন্দ্র করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ও কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) সৈয়দ ইফতেখার উদ্দীনের গ্রামের বাড়িতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

জানা গেছে, প্রধান বিচারপতি ও কারা মহাপরিদর্শকের গ্রামের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায়।

এদিকে মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বাড়ি থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করেছে সংশ্লিষ্ট থানার পুলিশ।

এবিষয়ে কমলগঞ্জ থানার ওসি বদরুল হাসান জানান, তিলকপুর গ্রামে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বাড়িতে পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। এছাড়া বাড়িটিতে কয়েকটি সিসি ক্যামেরাও বসানো হয়েছে।

ওসি জানান, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীনের বাড়ি শমসেরনগরের সিংরাউলি গ্রামেও নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সেখানে পুলিশ পাহারা ছাড়াও মোবাইল টিম রাখা হয়েছে।

এরআগে, মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডের রিভিউ আবেদন খারিজের পরও তাদের গ্রামের বাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছিল।

এফএইচ/এসকেডি/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।