চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, দুজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৫:৫৩ পিএম, ১৮ নভেম্বর ২০২৪

চট্টগ্রাম মহানগরীতে মধ্যরাতে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ হওয়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- মো. সজীব হোসেন (২১) ও দিদারুল আলম (৪৮)।

রোববার দিনগত রাত ও সোমবার ভোরে তাদের গ্রেফতার করা হয়। দিদারুল চট্টগ্রাম আইন কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি মিছিলের অর্থ সহায়তাকারী বলে জানিয়েছে পুলিশ।

রোববার মধ্যরাতে নগরীর প্রবর্তক মোড়ে ঝটিকা মিছিল করে ছাত্রলীগের নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মিছিলে সংগঠনটির ১৫-২০ জন নেতাকর্মী অংশ নেন।

ওই ভিডিওতে দেখা যায়, নগরীর প্রবর্তক মোড় এলাকায় মিমি সুপার মার্কেটের দিক থেকে ১৫-২০ তরুণ-যুবক ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে দিতে মোড়ের দিকে যান। পরে মিছিলটি প্রবর্তক মোড় হয়ে গোল পাহাড়ের দিকে চলে যেতে দেখা যায়।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ জাগো নিউজকে বলেন, ছাত্রলীগ প্রবর্তক মোড় এলাকায় মিছিল করার খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়। ভিডিও পর্যালোচনা করে এতে অংশ নেওয়া অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এমডিআইএইচ/এমকেআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।