শ্রমিক অধিকার নিশ্চিতে শ্রম সংস্কার কমিশন গঠন

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১২:৪৬ পিএম, ১৮ নভেম্বর ২০২৪

শ্রম অধিকার ও শ্রমিক কল্যাণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব করার লক্ষ্যে ‘শ্রম সংস্কার কমিশন’ গঠনের কথা বলেছে সরকার। উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন এ তথ্য।

যারা থাকছেন এই সংস্কার কমিশনে

কমিশন প্রধান

(ক) শ্রম সংস্কার কমিশন

১) সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, নির্বাহী পরিচালক, বিলস

২) ড. মাহফুজুল হক, সাবেক সচিব

শ্রম ও কর্মসংস্থান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়

সদস্য

৩) ড. জাকির হোসেন, অধ্যাপক, ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়

৪) তপন দত্ত, সভাপতি, চট্টগ্রাম বিভাগীয় কমিটি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, টিইউসি

৫) অ্যাডভোকেট এ কে এম নাসিম

সাবেক সভাপতি, বাংলাদেশ লেবার কোর্ট বার অ্যাসোসিয়েশন

শ্রমিক অধিকার নিশ্চিতে শ্রম সংস্কার কমিশন গঠন

সদস্য

৬) ম. কামরান টি রহমান, সাবেক সভাপতি, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন

৭) চৌধুরী আশিকুল আলম, সভাপতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সদস্য

৮) সাকিল আখতার চৌধুরী, সাধারণ সম্পাদক, বাংলাদেশ লেবার ফেডারেশন সদস্য

৯) তাসলিমা আখতার, আলোকচিত্রী ও শ্রমিক আন্দোলন সংগঠক সদস্য

১০) শিক্ষার্থী প্রতিনিধি

(খ) কমিশন অবিলম্বে কার্যক্রম শুরু করবে এবং সংশ্লিষ্ট সব মতামত বিবেচনা করে পরবর্তী ৯০ (নব্বই) দিনের মধ্যে প্রস্তুতকৃত প্রতিবেদন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নিকট হস্তান্তর করবে।

(গ) কমিশনের কার্যালয় সরকার কর্তৃক নির্ধারিত হবে।

এমইউ/এসএনআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।