উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
আমরা পার্বত্য অঞ্চলের শান্তি ও সমৃদ্ধি চাই
বাংলাদেশের এক দশমাংশ মানুষ এখনো দেশের উন্নয়নের মূল স্রোতধারায় পুরোপুরি সম্পৃক্ত হতে পারেনি বলে উল্লেখ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। এই মানুষগুলোকে মূল স্রোতধারায় সম্পৃক্ত করার তাগিদ দিয়েছেন তিনি।
রোববার (১৭ নভেম্বর) রাজধানীর বেইলি রোডে পার্বত্য জেলা পরিষদে নতুন যোগ দেওয়া চেয়ারম্যান ও সদস্যদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
চেয়ারম্যান ও সদস্যদের উদ্দেশে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, আমরা পার্বত্যবাসীরা যে পিছিয়ে নেই তার প্রমাণ আপনারা দেশবাসীকে দেখাবেন। মানুষের উপকারে আসে, সমাজের উপকারে আসে এমন সব কাজে আপনাদের নিবেদিত হতে হবে। বাংলাদেশের এক দশমাংশ মানুষকে মেইন স্ট্রিমে অন্তর্ভুক্ত করার সব কিছুই আপনাদের করতে হবে।
তিনি আরও বলেন, কফি, কাজু বাদাম চাষ, বাঁশ চাষ, ঝিড়ি, বন সংরক্ষণ করার পাশাপাশি নিজের এলাকায় কোয়ালিটি অ্যাডুকেশন গড়ে তুলতে হবে। আপনাদের একটি সুষ্ঠু পরিকল্পনা থাকতে হবে। কাজের মাধ্যমে তার রিফ্লেকশান আমাদের কাছে ভেসে উঠবে।
উপদেষ্টা বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তির কারণেই পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে গঠিত হয়েছে। আমরা চাই পার্বত্য অঞ্চলের শান্তি, সমৃদ্ধি ও ঐক্য। জাতীয় মূল স্রোতধারার সঙ্গে সামঞ্জস্য রেখে পার্বত্য চট্টগ্রামের মানুষের সমৃদ্ধি আনয়ন করবো।
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এ কে এম শামিমুল হক ছিদ্দিকীর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. রাশিদা ফেরদৌস, অতিরিক্ত সচিব মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত সচিব প্রদীপ কুমার মহোত্তম, যুগ্মসচিব কঙ্কন চাকমা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং মারমা প্রমুখ উপস্থিত ছিলেন।
জেডএইচ/