বেবিচক চেয়ারম্যানের সঙ্গে এনবিআর চেয়ারম্যানের সাক্ষাৎ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪২ পিএম, ১৭ নভেম্বর ২০২৪

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। রোববার (১৭ নভেম্বর) বেবিচক সদর দপ্তরে সাক্ষাৎ করেন তারা।

এতে উপস্থিত ছিলেন এনবিআর, বেবিচক এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় মালামাল নিলাম ও বিনষ্টকরণ প্রক্রিয়া সহজীকরণ, পর্যাপ্ত জনবল সন্নিবেশ ও বাজেট বরাদ্দ নিশ্চিতকরণ, ২৪ ঘণ্টা সেবা প্রদান, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর হালনাগাদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি তৃতীয় টার্মিনাল চালুর কার্যক্রম ত্বরান্বিত করতে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়েও বিশদ আলোচনা হয়।

বৈঠকে দুই প্রতিষ্ঠান নিজেদের পারস্পরিক সম্পর্ক আরও মজবুত করার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন, যাতে যাত্রীদের সেবার মান বৃদ্ধি করাসহ বাংলাদেশের এভিয়েশন খাতের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখতে পারে।

এমএমএ/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।