নিজামীর মরদেহ বহনে অ্যাম্বুলেন্স প্রস্তুত


প্রকাশিত: ০২:৪৬ পিএম, ১০ মে ২০১৬

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকরের পর তার মরদেহ নিজ গ্রামের বাড়ি পাবনায় পৌঁছাতে ৪টি অ্যাম্বুলেন্স প্রস্তুত রেখেছে কারা কর্তৃপক্ষ। অ্যাম্বুলেন্সগুলো কেন্দ্রীয় কারাগারের পাশে ঢাকা আলিয়া মাদরাসার মাঠে রাখতে বলা হয়েছে। কারা কর্তৃপক্ষের নির্দেশ মত সেগুলো কারা ফটকে নেয়া হবে।

নিজামীকে তার নিজ গ্রাম পাবনা জেলার সাঁথিয়া উপজেলার মন্মথপুর গোরস্থানে দাফন করা হবে। সেখানে তার বাবা এবং মাসহ পরিবারের বেশ কয়েকজন সদস্যের কবর রয়েছে।

এদিকে মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে তার সঙ্গে সাক্ষাৎ করেন পরিবারের সদস্যরা।

জামায়াত প্রধানের ফাঁসিকে কেন্দ্র করে ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকার নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক জোরদার করা হয়েছে। কারাগারের আশপাশের রাস্তায় যান চলাচল বন্ধ করে দিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সবশেষ ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুর প্রহর গুনছেন নিজামী।

এএস/এআর/জেইউ/এসএইেএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।