চট্টগ্রামে আগুনে পুড়লো জেলেদের জাল, বসতঘর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৯:৪৬ এএম, ১৭ নভেম্বর ২০২৪
ছবি সংগৃহীত

চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকার একটি জেলেপল্লিতে অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার (১৬ নভেম্বর) দিনগত রাত ১২টার দিকে আউটার রিং রোড সংলগ্ন আকমল আলী ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, আগুনে ২০টিরও বেশি বসতঘরের পাশাপাশি দোকান পুড়ে ছাই হয়ে যায়। পুড়ে গেছে জেলেদের মাছ ধরার জালও।

সিইপিজেট ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার শাহাদাত হোসেন বলেন, রাত ১২টা ১০ মিনিটের দিকে আগুন লাগার খবর আসে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, সাগর পাড়ে জেলেদের জাল রাখার ঘর ও পেট্রোল-অকটেনের দোকানে আগুন লাগে। পরে দ্রুত তা অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। তবে কীভাবে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এএজেড/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।