তিন হজ এজেন্সি কালো তালিকাভুক্ত


প্রকাশিত: ০১:২৯ পিএম, ১০ মে ২০১৬
ফাইল ছবি

সর্বনিম্ন ১৫০ জন হজযাত্রী প্রেরণের লক্ষ্যমাত্রা পূরণ করে নির্ধারিত সময়ে ই-হজ রেজিস্ট্রেশনে ব্যর্থ হওয়ায় তিন হজ এজেন্সিকে কালো তালিকাভুক্ত করেছে সৌদি সরকার।

কালো তালিকাভুক্ত এজেন্সিগুলো হলো মুসলিম ট্যুরস অ্যান্ড ট্রাভেলস্, খাজা এয়ার মিডিয়া সার্ভিসেস লিমিটেড ও মেসার্স মাদার ট্রাভেলস ইন্টারন্যাশনাল। ধর্ম মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এ তিনটি এজেন্সির অধীনে ১৭২ জন প্রাক নিবন্ধন করলেও তাদের মাধ্যমে কেউ হজে যেতে পারবেন না। তবে নিবন্ধনকৃত ব্যক্তিদের হজে যাওয়ার স্বপ্নপূরণে বিকল্প ব্যবস্থার সুযোগ রেখেছে মন্ত্রণালয়।
 
ধর্ম মন্ত্রণালয়ের হজ-২ শাখার সহকারী সচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, প্রাক নিবন্ধনকৃত ব্যক্তিরা সৌদি সরকার কর্তৃক ২০১৬ সনের হজের জন্য রেজিস্ট্রেশনকৃত যে কোনো এজেন্সি বা বেসরকারি প্রাক নিবন্ধন বাতিল করে সরকারি কোটা পূরণ হওয়ার আগে সরকারিভাবে প্রাক নিবন্ধিত হয়ে এ বছর হজ পালন করতে পারবেন।

জানা গেছে, ১৫০ জনের ন্যূনতম টার্গেট থাকলেও মুসলিম ট্যুরস অ্যান্ড ট্রাভেলস্ ৬০ জন, খাজা এয়ার মিডিয়া সার্ভিসেস লিমিটেড ৪৪ জন এবং মেসার্স মাদার ট্রাভেলস ইন্টারন্যাশনাল ৬৮ জনকে তাদের নিজ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রাক নিবন্ধন করায়।

এমএমজেড/এসকেডি/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।