কারা ফটকের সামনে অতিরিক্ত কাঁটাতারের ব্যারিকেড


প্রকাশিত: ১২:৩২ পিএম, ১০ মে ২০১৬

জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি রায় কার্যকর করাকে কেন্দ্র করে ঢাকা কেন্দ্রীয় কারাগারের মূল ফটকের বাইরে ও আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়ন করা হয়েছে অতিরিক্ত র‌্যাব ও পুলিশ।

যে কোনো ধরনের নাশকতা এড়াতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা হিসেবে মূল ফটকের সামনে অতিরিক্ত কাঁটাতারের ব্যারিকেড দিয়ে নিরাপত্তা বলয় তৈরি করেছে পুলিশ। এই নিরাপত্তা বলয়ের মধ্যে আইন-শৃংঙ্খলা রক্ষা বাহিনী ও গণমাধ্যম কর্মী ছাড়া অন্য কারো প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে।

এছাড়াও কারারক্ষীরা কারাগারের মূল ফটকের বাইরে স্বশস্ত্র অবস্থান নিয়েছেন। আশপাশের এলাকায় পুলিশ-র‌্যাবের টহলও বেড়েছে।

প্রস্তুত রাখা আছে আরো কাঁটাতারের ব্যারিকেড। এ বিষয় চকবাজার থানার পেট্রোল ইন্সপেক্টর কৃষ্ণপদ সরকার বলেন, নিরাপত্তা ব্যবস্থা জোরদারে আমরা দায়িত্ব পালন করছি। আরো বেশ কিছু কাঁটাতারের ব্যারিকেড প্রস্তুত রাখা আছে, নির্দেশ পাওয়া মাত্রই নিরাপত্তাজনিত কারণে আমরা কারাগার এলাকার তিনটি রাস্তার যানচলাচল বন্ধ করে দেব।



এএস/এআর/জেইউ/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।