জুলাই বিপ্লবের ১০০তম দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৩ পিএম, ১৪ নভেম্বর ২০২৪

জুলাই বিপ্লবের ১০০তম দিন উপলক্ষে শুক্রবার (১৫ নভেম্বর) বিপ্লব-সংগ্রামে যারা শহীদ এবং আহত হয়েছেন, তাদের প্রতি সম্মান জানাতে এবং আহত ও শহীদদের পরিবারগুলোর খোঁজখবর নেওয়াসহ দেশব্যাপী বিশেষ কর্মসূচি আহ্বান করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়।

কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য

- জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের পরিবারগুলোর সঙ্গে সংহতি প্রদর্শন এবং তাদের সম্মান জানানো।

কর্মসূচির ধাপ

- আহত ও শহীদ পরিবারগুলোর সদস্যদের সঙ্গে সশরীরে যোগাযোগ করা, তাদের সার্বিক খোঁজখবর নেওয়া।
- আর্থিক সহায়তা বা চিকিৎসা সংক্রান্ত অভিযোগ সংগ্রহ করা।
- রাষ্ট্র সংস্কারে মতামত ও পরামর্শ সংগ্রহ করা।
- জুলাই বিপ্লবের দুর্বিষহ স্মৃতি সংরক্ষণ করা।
- শহীদদের কবর জিয়ারত ও দোয়ার আয়োজন করা।

বিজ্ঞপ্তিতে উল্লেখিত এসব উদ্যোগ সফল করতে সবার সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

এনএস/কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।