এনআইডির ক্যাটাগরি করতে তিনদিন সময় বেঁধে দিলো ইসি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৩৭ পিএম, ১৪ নভেম্বর ২০২৪
ফাইল ছবি

বিভিন্ন স্ট্যাটাসে থাকা ক্যাটাগরিবিহীন জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনগুলো আগামী তিনদিনের মধ্যে ক্যাটাগরি করতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। যেসব ক্যাটাগরি করার আগেই স্ট্যাটাস পরিবর্তন করা হয়েছে এমন সব সংশোধনের আবেদন ক্যাটাগরি করতে নির্দেশ দিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এনআইডির সিস্টেম এনালিস্ট প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম মাঠ কর্মকর্তাদের এ নির্দেশনা পাঠান।

নির্দেশনায় বলা হয়, কিছু সংশোধনের আবেদন ক্যাটাগরি করার আগেই স্ট্যাটাস পরিবর্তন করা হয়েছে। যা জরুরি ভিত্তিতে আগামী ৩ কার্যদিবসের মধ্যে ক্যাটাগরি শেষ করার জন্য সংশ্লিষ্ট অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো। এসব আবেদন ক্যাটাগরি করা ছাড়া কর্মকর্তারা নিষ্পত্তি করতে পারছে না।

এমওএস/এমএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।