হাসপাতালে কাতরাচ্ছে ছাত্রদলের অর্ধশত কর্মী


প্রকাশিত: ১২:৪৫ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৪

বুধবার দুপুরে বকশীবাজারে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির শতাধিক নেতাকর্মী। এদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। আর যন্ত্রণায় কাতরাচ্ছেন অর্ধশত ছাত্রদল কর্মী।

খোঁজ নিয়ে জানা গেছে, পদ্মা জেনারেল হাসপাতাল, সমরিতা হাসপাতাল, ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলের শতাধিক কর্মী ভর্তি রয়েছেন।

এদের মধ্যে ছাত্রদলের কর্মী রয়েছেন ৭০ জন। তারা হলেন, শাকিল তালুকদার, পারভেজ, মনির, সাজ্জাদ, পাভেল, শামিম,রাসেল, শিশির, রুবেল,ইফতেখার উদ্দিন,মোস্তাফিজ,মনির হোসেন, সোহেল প্রমূখ।

বাকী নেতাকর্মীদের নাম জানতে চাইলে এখনো তালিকা করা সম্বব হয়নি বলে জানিয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান।

জাগো নিউজকে তিনি বলেন, আহতদের সংখ্যা বেশি হওয়ায় তাদের দেখাশুনা ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে গিয়ে সবার তালিকা তৈরি করা এখনো সম্ভব হয়নি।

প্রসঙ্গত, ঢাকা আলিয়ার মাঠ মাদ্রাসার বিশেষ আদালতে দুপুরে হাজির হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার উপস্থিতিকে কেন্দ্র করে সকাল থেকেই ঢাকা মেডিকেল, চাঁনখারপুল, লালবাগ, বখশিবাজারসহ আশেপাশের এলাকায় বিএনপির কয়েক হাজার নেতাকর্মী জড়ো হন। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে বকশীবাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।