রাজধানীতে জেএমবির দুই সদস্য আটক
রাজধানীর ধানমন্ডি থেকে গায়েরে ইহসারসহ জেএমবির দুই সদস্যকে আটক করেছে পুলিশ।
গত মঙ্গলবার গভীর রাতে ডিএমপির গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগ(ডিবি) ধানমন্ডির সাত মসজিদ রোড এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে তাদের।
গ্রেফতারকৃতরা হলেন মো. সাইদুর রহমান (৪৮) ও আবুল সালেক (২৫)। এ সময় তাদের কাছ থেকে বোমা তৈরির ম্যানুয়াল উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির (মিডিয়া) এডিসি সাইদুর রহমান জাগোনিউজকে বলেন, ভারতের বর্ধমানের খাগড়াঘরে বিস্ফোরণের ঘটনার পর আন্তঃদেশীয় জঙ্গি এর খোঁজে বাংলাদেশ এবং ভারতের গোয়েন্দা সংস্থার পারস্পরিক তথ্য আদান-প্রদান চলছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বিভিন্ন স্থানেও অভিযান অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় এই দুজন জেএমবি সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সাইদুর জানান, সে জেএমবির গায়েবে এহসার সদস্য। ২০০১ সাল থেকে সংগঠনের কাজকর্মের সাথে ওৎপ্রোতভাবে জড়িত। বর্ধমান ঘটনার সাথে জড়িতদের ভারতে যেতে সহায়তাসহ বিভিন্ন সময় দুই দেশের জঙ্গি নেটওয়ার্ক এর লিয়াঁজো হিসেবে কাজ করত।
অপর সদস্য সালেক জঙ্গী সদস্যদের স্ত্রী সন্তানদের পারাপারে সহায়তা করত এবং বর্ধমান ঘটনায় জড়িত পলাতক জঙ্গি তরিকুল ইসলাম সুমন এর ছোট ভাই।
এ বিষয়ে ধানমন্ডি থানায় মামলা দায়ের করা হয়েছে বলের উল্লেখ করেন তিনি।